বাগমারা প্রতিনিধি।। রাজশাহীর বাগমারায় মহিলা আওয়ামী লীগের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেলে উপজেলার পানিয়া-নরদাশ ডিগ্রী কলেজ চত্বরে অনুষ্ঠিত হয় উঠান বৈঠকে সভাপতিত্ব করেন নরদাশ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবিয়া বেগম।উঠান বৈঠকের মাধ্যমে মূলত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৫ বছরে দেশের পাশাপাশি বাগমারার যে উন্নয়ন হয়েছে সেই বার্তা প্রচার করছে মহিলা আওয়ামী লীগ।সেই সাথে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির পক্ষ থেকে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দেখা করছেন মহিলা আওয়ামী লীগ। ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির পক্ষ শুধু মহিলা আওয়ামী লীগ না আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছেন।বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরে সারাদেশের ন্যায় বাগমারায় যে অভ‚তপূর্ব উন্নয়ন হয়েছে সেই ইতিহাস সম্বলিত লিফলেট বিতরণ করা হচ্ছে। সেই সাথে আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনার পক্ষ থেকে নৌকায় ভোট চাচ্ছেন নেতৃবৃন্দ। নৌকার বিজয় হয়েছিল বলেই দেশের প্রতিটি পর্যায়ে দৃশ্যমান উন্নয়ন হয়েছে।বিভিন্ন প্রকার সুযোগ-সুবিধা পাচ্ছে দেশের মানুষ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগমারায় ইঞ্জিনিয়ার এনামুল হক এমপিকে চতুর্থ বারের মতো বিজয়ী করতে উপজেলা মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে আহবান জানানো হয়।নরদাশ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদা বিবির পরিচালনায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে মুঠোফেনের মাধ্যমে বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কহিনুর বানু, নরদাশ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মকুল, কৃষি বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক নাজিবুর রহমান সহ-সভাপতি আঞ্জুমান আরা, সাংগঠনিক সম্পাদক মেরিনা পারভীন, ওয়ার্ড মহিলা লীগের সভাপতি মৌসুমী বিবি, সাধারণ সম্পাদক কহিনুর বেগম প্রমুখ।উক্ত উঠান বৈঠকে নরদাশ ইউনিয়ন ও ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।