রেজাউল করিম “রাজা” (ঠাকুরগাঁও) প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান।
মঙ্গলবার (২১ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় উপজেলা কনফারেন্স রুমে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে অংশ নেন, রানীশংকৈল উপজেলার দুই প্রেসক্লাবের সভাপতি, সম্পাদক-সহ অনান্য সদস্যবৃন্দ। এছাড়াও উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান বলেন, রানীশংকৈল উপজেলায় আমি নতুন যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করছি। তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ স্বরূপ তাই উপজেলার উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি রানীশংকৈল উপজেলায় ভালো কিছু করতে চাই এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
এর আগে তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন।