--------- ফেরদৌসী রুবী -----------
থাকতে চেয়েছি পাশে তোমাদের করলে শুধু আঘাত।
অন্ধকারে নিমজ্জিত মানবতা ফিরবে কবে প্রভাত।
রাখতে চেয়েছি আপন করে আমার নিজের ঘরে।
সেই সুযোগেই দিয়ে যাচ্ছ আঘাত একটু একটু করে।
ধোকা দিয়ে কেউ কখনো পায়না কভু পার,
হঠাৎ একদিন তার জীবনে আসবে ভীষণ ঝড়।
সামলাতে যদি নাহি পারো ঝড় হবে লন্ড ভন্ড।
চোখ থাকিতেই লোক সমাজে হবে তুমি অন্ধ।
থাকতে সময় হও হুশিয়ার নাহি কর লোভ।
লোভে শুধু হয়না পাপ বাড়ে অনেক ক্ষোভ।
সব জেনেও না জানার মত রয়েছি চুপ করে।
অভিশপ্ত জীবন হবে সুখ পাবেনা আপন ঘরে।
মায়ের কোলে জন্ম নিলে হয়ে নিস্পাপ।
কর্ম দোষে মানুষ কেন দেবে অভিশাপ।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং