প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৫, ৬:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২৩, ৪:৫১ এ.এম
রাত্রি নেমে আসে জীবন আঁধারে
স্মৃতির সময় সারা ঘর জুড়ে
শৌখিন আসবাব, মূর্তি ,ছবির অন্দরে,
তাজমহলের ওই রেপ্লিকা আদরে অন্তরে
বিকালের তপ্ত রোদ্দুরে তাজের মর্মরে।
শাহজাহান ও মমতাজের অমর প্রেম
জীবন তৃষ্ণার অতলে নিকষিত হেম॥
বইয়ের আলমারি জুড়ে কত শত বই
রবীন্দ্রনাথ নজরুল কত শব্দের খই,
ঘরের কোনে পাখির কিচির মিচির
মাধবীলতার ঝোপ মনের মাঝে নিবিড়।
যেদিকে তাঁকাই স্মৃতির নীরব সময়
সুখ দুখের প্রহরে পাথর গড়িয়ে যায়,
ভোরের আলো ফোটে সকালের রৌদ্দুরে
সন্ধ্যা ঘনায় রাত্রি নেমে আসে জীবন আঁধারে।
তবুও গাছে গাছে সবুজ পাতা নীরব বসন্ত
পৌষের মাঝে রোদমাখা সকাল শুধু জীবন্ত,
ভাদ্র দিনে শাড়ীগুলো রোদ্দুর মাখে
মনের ঘরে জানালার কার্নিশে জীবন শাখে ।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং