ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃ
আসন্ন দ্বিবার্ষিক জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নিজ জেলা ৩১ গাইবান্ধা -৩ আসনে এসে সর্বস্তরের জনগণের ভালোবাসায় সিক্ত হলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।
মঙ্গলবার সকাল থেকে ঢাকা থেকে গাইবান্ধার পলাশবাড়ী আসার পথে সাদুল্লাপুর ও পলাশবাড়ীর উপজেলার দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের হাজারো মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় আনন্দিত ও উচ্ছ্বাসিত পুরো গাইবান্ধার সাদুল্লাপুর পলাশবাড়ীবাসী ।সেজন্য হাজারো নেতাকর্মী দলে দলে এসে প্রিয় নেত্রীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিন ঢাকা থেকে গাড়ি যোগে পলাশবাড়ী থানার সীমান্তবর্তী গোবিন্দগঞ্জ এসে পৌছালে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগসহ দলের হাজারো নেতাকর্মী ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে বিশাল গাড়ি বহর ও কয়েকশ মোটরসাইকেল তাকে নিয়ে সাদুল্লা পুর পলাশবাড়ী দুই উপজেলায় গণ সংবর্ধনা সভায় যোগ দেন।
এ সময় তিনি সভাস্থলে পৌছানোর আগেই জমায়েত হয় অগনিত নেতা-কর্মীসহ সাধারণ মানুষ। সভাস্থলে পৌছালে উচ্ছ্বাস প্রকাশ করেন সমাগত মানুষেরা। পরে ফুল আর ভালোবাসায় তারা বরণ করে নেন।
সংবর্ধনায় অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি বলেন , আমাকে দলীয় মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি এই আসনের জনগণ প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রেখে নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে আস্থা ও বিশ্বাস নিয়ে নৌকা প্রতীকে সাদুল্যাপুর পলাশবাড়ী আসনে আমাকে মনোনয়ন দিয়েছেন, আমি সর্বাত্মক চেষ্টা করে যাব তার সেই বিশ্বাস ও আস্থা ধরে রাখতে। এ সময় অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি নির্বাচনে জয়ের জন্য উপজেলা বাসীরকাছে নৌকা প্রতীকে ভোট, সহায়তা ও দোয়া কামনা করেন।পরিশেষে তিনি এই দুই আসনে উন্নয়নমূলক অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য এবং যে সকল রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের কাজ এখনো অসমাপ্ত আছে নির্বাচিত হয়ে সেই কাজগুলো সফলভাবে করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী পৌর মেয়র জননেতা গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু বকর প্রধান,সাদুল্যাপুর -পলাশবাড়ী মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবাহান বিচ্ছু,বরিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আজাদুল ইসলাম,সাবেক ছাত্রলীগ সভাপতি ফিরোজ কবির সুমন প্রমুখ।