গোলাম রব্বানী,
হরিপুর( ঠাকুরগাঁও )প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও হরিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জনাব আরিফুজ্জামান এর সভাপতিত্বে বুধবার ২৯/১১/২৩ ইং সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক ও আইন-শৃঙ্খলার মাসিক সভা অনুষ্ঠিত।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মোঃ জিয়াউল হাসান মুকুল, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি, হরিপুর উপজেলা শাখা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ, এবিএম ফিরোজ ওয়াহিদ, হরিপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম আলমগীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু নগেন কুমার পাল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মোতাহারা পারভীন সুমি ও আব্দুল কাইয়ুম পুষ্প, উপজেলা ভাইস চেয়ারম্যান, হরিপুর-ঠাকুরগাঁও। জেলা সদস্যদ্বয় আনিসুজ্জামান শান্ত ও সাবিনা ইয়াসমিন রিপা । সভাপতি আনোয়ার হোসেন, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন হরিপুর- ঠাকুরগাঁও। ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিজিবির কোম্পানি কমান্ডারগণ এবং আইন শৃঙ্খলা কমিটির সদস্য, প্রধান শিক্ষক ও জনপ্রতিনিধিগণ। এবারের মহান বিজয় দিবস শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম এ অনুষ্ঠিত হবে বলে সভায় সিদ্ধান্ত অনুমোদন হয়।
উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান, মাদক দ্রব্য, চুরি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিজিবি কমান্ডারগণ বলেন,সীমান্ত এলাকার কাচা রাস্তাগুলো কৃষকেরা কেটে সরু করাতে, টহল ব্যবস্থা জোরদার করা যায় না। পাকা করণের জন্য বিষয়টি সভায় পুনরায় উপস্থাপন করেন।
অফিসার ইনচার্জ, এবিএম ফিরোজ ওয়াহিদ, বলেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। তিনি মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভায় সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন এবং কোন বিশৃঙ্খলার সৃষ্টি হলে সাথে সাথে মুঠোফোনে জানানোর জন্য আহ্বান করেছেন।
আরও উপস্থিত ছিলেন,বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।