আজ বৃহস্পতিবার দুপুর তিনটার সময় হরিপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর তিনি এই মনোনয়ন জমা দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আলমগীর, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম পুষ্প সহ অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষে নেতাকর্মী ও সমর্থকদের বলেন মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সেবা করার জন্যই আমাকে মনোনীত করেছেন, আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকার ভোট করবেন। সরকারের উন্নয়নে ধারা অব্যাহত রাখতে আগামী জানুয়ারি মাসের ৭ তারিখে নৌকাকে বিজয়ী করতে হবে।