1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
রবিবার, ১১ মে ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোট চুরিতে জড়িত কর্মকর্তারা এখনো বহাল, এদের সংস্কার ছাড়া নির্বাচন নয় : মাওলানা ইকবাল হোসাইন প্রকাশ পেল প্রিয়া অনন্যা ও নিলয়ের ‘তুমি আমি রাজি’ রুহিয়া থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত আনিস কে বিয়ে করতে দিলো না পুলিশ দীর্ঘ ১৬ বছর পর তেঁতুলিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন।।  রঞ্জু সভাপতি শাহীন সম্পাদক নির্বাচিত ঘোড়ার ঘূর্ণি প্রশ্ন //  সাইফুল ইসলাম সরকার পীরগঞ্জ প্রেসক্লাবকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট : থানায় তিন সাংবাদিকের এজাহার ঠাকুরগাঁওয়ে জাকজমক আয়োজনে টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু ভবানীগঞ্জ সরকারি কলেজের ভূগোল বিভাগের প্রধানের বিদায় ও সংবর্ধনা  জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের প্রশাসনিক ও দাপ্তরিক কাজের মানোন্নয়ন লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা

তেঁতুলিয়ার ইউএনও’র গাড়ি দুর্ঘটনায় উপজেলা প্রকৌশলী নিহত ইউএনওসহ ৩ কর্মকর্তা আহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১০৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আবু সাঈদ নামে এক এলজিইডির প্রকৌশলীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বিসহ আরও তিন কর্মকর্তা।
শনিবার গভীর রাতে জেলার সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের চেকরমারী এলাকার অমরখানা সেতু সংলগ্ন পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এ ঘটনাটি ঘটে।
মৃত আবু সাঈদ এলজিইডি তেঁতুলিয়ার সাবেক উপজেলা প্রকৌশলী এবং বর্তমানে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ এলজিইডির উপজেলা প্রকৌশলী হিসাবে কর্মরত ছিলেন। তার গ্রামের দিনাজপুর জেলার কাহারোল উপজেলায়। গত ৫ এপ্রিল পর্যন্ত তিনি তেঁতুলিয়ায় কর্মরত ছিলেন।
আহতরা হলেন, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি, উপজেলা সমাজসেবা অফিসার শাহ মো. আল আমিন (৩১) ও আইসিটি সহকারী প্রোগ্রামার নবিউল করিম সরকার (৩০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি যোগে উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সহকারী প্রোগ্রামার ও এলজিইডির সাবেক উপজেলা প্রকৌশলীসহ চারজনে এক সাথে পঞ্চগড় শহরে যাচ্ছিলেন। এসময় অমরখানা সেতু সংলগ্ন চেকরমারী এলাকায় সড়কে মোড় ঘুরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলে প্রকৌশলী আবু সাঈদ মারা যান। এসময় স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পঞ্চগড আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে উপজেলা সমাজসেবা অফিসার শাহ মো. আল আমিনের অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
খবর পেয়ে পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম ও পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা আহতদের খোঁজ খবর নিতে গভীর রাতে হাসপাতালে ছুটে আসেন।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় একজন নিহত ও তিনজনের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি চালক সম্প্রতি অবসরে গেছেন। চালক ছাড়াই কেন গাড়ি নিয়ে চার কর্মকর্তা এত রাতে পঞ্চগড় আসছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম ইউএনওর গাড়ি দুর্ঘটনায় এক কর্মকর্তার মৃত্যু ও তিন কর্মকর্তা আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এত রাতে কি কাজে আসছিলেন চার কর্মকর্তা এবং গাড়িটির চালক কে ছিলেন তার খোঁজ খবর নিচ্ছেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং