স্টাফ রিপোর্টার।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়ের দুটি নির্বাচনী এলাকার প্রার্থীদের যাচাই বাছাইয়ে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। ফলে দুটি আসনে ১৬ জন প্রার্থী জাতীয় সংসদের নির্বাচনে অংশ নেবেন। এর মধ্যে পঞ্চগড়-১ আসনের চারজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এর মধ্যে কমিশন নির্ধারিত এক শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় জেলা আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আবু তোয়বুর রহমান, জেলা কৃষক লীগের সদস্য স্বতন্ত্র প্রার্থী আকতারুল ইসলাম এবং বাংলাদেশ জাতীয় পার্টির মিল্টন রায় ও মুক্তিজোটের আব্দুল মজিদের দলীয় মনোনয়ন না থাকায় বাতিল করা হয়েছে বলে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানিয়েছেন। তিনি আরও জানান, আগামী পাঁচ থেকে নয় ডিসেম্বরের মধ্যে ওইসব প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
এদিকে, পঞ্চগড়-১ আসরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. নাঈমুজ্জামান ভূইয়া মুক্তা ও বর্তমান সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটসহ অন্য ১১ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
অপরদিকে পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের সভাপতি রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলামসুজনসহ পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। #