স্টাফ রিপোর্টার।। গড়ের বোদা উপজেলার বর্ডার গার্ড বাংলাদেশের ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বড়শশী সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে হাবিবুর রহমান ওরফে ছুটু (৩২) নামে এক বাংলাদেশি চোরাকারবারি গুলিবিদ্ধ হয়েছেন। এসময় তার ডান উরুতে গুলি লেগেছে বলে জানা গেছে।
রবিবার ভোররাতে উপজেলার বড়শশী ইউনিয়নের নুরপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাবিবুর রহমান ছুটুর বাড়ি বড়শশী ইউনিয়নের নুরপাড়া এলাকায়। তিনি ওই এলাকার হামিদুল ইসলামের ছেলে। তিনি সীমান্তে গরু ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে জানায় স্থানীয়রা।
বড়শশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম ও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য রবিউল ইসলাম, বোদা উপজেলা স্বাস্থ্য জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোহেল, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজয় চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মুঠোফোন গ্রহণ করেন নি। তবে ব্যাটালিয়নের কর্মকর্তা আশিকুর রহমান বলেন, এমন একটি ঘটনার কথা শুনেছি। তবে আনুষ্ঠানিকভাবে আমাদের কেউ কিছু জানায় নি।