নিজস্ব প্রতিবেদক।।ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিকবিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি জনাব আবুল কালাম আজাদের মিথ্যা বানোয়াট তথ্যের ভিত্তিতে অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আয়েশা খাতুনের স্বামী নওরোজ কাওসার কানন,সহ স্থানীয় কিছু উশৃংঙখল লোক জন সিরাজুউদ্দোল্লাহ সিরু, ইস্তেখার আলী, সাবেক কমিশনার শেফাউর শেফা, হানিফ কাউন্টার এর আলী, বিজয় রায়, সহ শতাধিক লোক বিদ্যালয়ের অফিস কক্ষে এসে প্রধান শিক্ষক ছেলিমা সিদ্দিকা (ভারপ্রাপ্ত) এর উপর অতর্কিত হামলা করে অকথ্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ সহ লাথি মেরে ছুঁড়ে ফেলে দেবার হুমকি সহ অফিস কক্ষের টেবিল ভাঙচুর সহ সন্ত্রাসী কর্মকাণ্ড করে সরকারি কাজে বাঁধা প্রদান করে।
বিভিন্ন শ্রেণীতে ভর্তি বিলম্বিত করায় মিথ্যা অভিযোগ তুলে আজ রবিবার (৩ডিসেম্বর) সকালে এই ঘটনা ঘটায়। সরজমিনে দেখা যায় , প্রায় ৭০/৮০ জন লোক একত্রিত হলে আলোচনার এক পর্যায়ে নওরোজ কাওসার কানন অত্যন্ত উত্তেজিত ও মারমুখী হয়ে স্কুলের অফিস কক্ষ ভাংচুর করে, প্রধান শিক্ষক কে অকথ্য ভাষায় গালিগালাজ সহ লাঞ্ছিত করেন। একপর্যায়ে প্রধান শিক্ষক উপায় না দেখে ৯৯৯ এ ফোন করে সাহায্য প্রার্থনা করে। উত্তেজনা সৃষ্টি হলে প্রধান শিক্ষিকা উপজেলা নির্বাহী কর্মকর্তা কে ফোন করলে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান ও সহকারী শিক্ষা অফিসার জনাব ঘ্যানেশ্যাম রায় ঘটনা স্থলে আসেন।
এ বিষয়ে জানতে চাইলে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন,আমি বাকবিতণ্ডার খবর পেয়ে বিদ্যালয়ে গিয়ে অফিস কক্ষ ভাঙচুরের চিত্র দেখে পরিবেশ শান্ত করি।তিনি আরো বলেন,শিক্ষা অফিসারের সাথে কথা বলে ভর্তির বিষয়টি সমাধান করা হবে এবং শিক্ষকদের অভ্যন্তরীণ কোন্দলের বিষয় টি সুষ্ঠু সমাধান করা হবে।