নিজস্ব প্রতিবেদক।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়িতে মনোনয়ন যাচাইবাছাই শেষে ৪ প্রার্থীর মনোয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) রিটার্নিং অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত বাছাই শেষে এসব মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
বৈধ প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা, জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা, জাকের পার্টির প্রার্থী মো. হোসেন ও ন্যাশনাল পিপলসের মো. মোস্তফা।
অন্যদিকে, মনোনয়ন পত্রে ভুল তথ্য দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমীর দত্ত চাকমা, তৃণমূল বিএনপির প্রার্থী উশেপ্রু মারমা ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হাবীবুর রহমানের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
এসময় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সহিদুজ্জামান, জেলা নির্বাচন অফিসার মো. কামরুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙ্গামাটি ২৯৯ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই কাজ সম্পন্ন হয়েছে।
রবিবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম সম্পন্ন হয়। এতে মনোনয়নপত্র জমা দেয়া ৫জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এ সময় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া ৫ জন প্রার্থীর দেয়া বিভিন্ন তথ্যাদি যাচাই বাছাই শেষে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার এমপি, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি মনোনীত স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো: হারুনুর রশীদ মাতব্বর, স্বতন্ত্র প্রার্থী অমর কুমার দে, তৃণমুল বিএনপি মনোনীত প্রার্থী মো: মিজানুর রহমানের প্রার্থীতা বৈধ ঘোষণা করে রাঙ্গামাটি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন খান। তিনি বলেন, প্রার্থীর বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে (৫-১০) ডিসেম্বর এর মধ্যে অভিযোগ দেয়া যাবে এবং ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে।
পার্বত্য জেলা রাঙ্গামাটির আসনটিতে বিএনপি যদি নির্বাচনে না আসে তা হলে এবার লড়াই হবে দ্বিমুখী। যা আওয়ামী লীগ ও জেএসএস’র মধ্যে লড়াই হবে। এখানে ভোটার সংখ্যা ৪ লাখ ৭৩ হাজার ৩৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২লাখ ৪৬ হাজার ৯৭৩জন, নারী ভোটার ২ লাখ ২৬ হাজার ৩৮৯জন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর বাহাদুর উশৈসিং, স্বতন্ত্র প্রার্থী মংঞে প্রু চৌধুরী এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এটিএম শহিদুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।
রবিবার (৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে তিন প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাইয়ের পর তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান কাজীমি, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাদাত হোসেনসহ প্রার্থীর প্রস্তাব কারী, সমর্থনকারীসহ অন্যরা।
উল্লেখ্য এই আসন হতে বিগত ৬ টি জাতীয় নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত নৌকার প্রার্থী বীর বাহাদুর উশৈসিং নির্বাচিত সাংসদ ছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বান্দরবান-৩০০ নং আসনের ৭টি উপজেলা, ২ টি পৌরসভা, ৩৪ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২,৯৩,৯১১ জন। এর মধ্যে ১,৫২,৭৭৯ জন পুরুষ, ১,৪১,১৩২ জন মহিলা ভোটার রয়েছে। মোট ভোট কেন্দ্রের সংখ্যা- ১৮২ টি।