।। মোহাম্মদ নজরুল ইসলাম।।
আমার স্বপ্নের সুরঙ্গে গোধূলির পাঁজরে অসীম শূন্যতায় গহীন অন্ধকার বিরহের ককপিটে বোধহীন আবেগে আমি আহত।
প্রেমের সংসারে আমি অনাথ আমাকে ভালোবাসুন।
আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো স্বপ্ন ;
আমি শ্রেষ্ঠ মানুষ হতে চাই তবে আমি জানিনা শ্রেষ্ঠ মানুষ কাকে বলে??
প্রেমের স্বপ্ন হলো মধ্যবিত্ত সমাজের ব্যাপার ———-
একদম গরিব নির্মম জীবন সংগ্রামে যাদের সময় ব্যয় করা ছাড়া অন্য কোন পথ নেই তাদের কাছে প্রেমের ছোঁয়া লাগে না এবং তাদের মাঝে প্রেমের তৃষ্ণা থাকে না আর যারা একেবারে ধনী অর্থে বৃত্তে পরিপূর্ণ তাদের প্রেমের দরকার হয় না।
আমার মতে আশঙ্কা না থাকার ভয়,
এসব দিয়ে প্রেম তৈরি হয়।
সে কি গেল —?
নাকি সে-কি এলো——?
বুঝা গেল না ——-?
নিবেদন রেখে গেল ।।