মো: আব্দুস সবুর(বালিয়াডাঙ্গী) ঠাকুরগাঁও:ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজারে ২ টি দোকানে অভিযান চালিয়ে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেহা তুজ জোহরা।
৩ রা ডিসেম্বর বিকেলে লাহিড়ী বাজারের পশ্চিম জামে মসজিদ সংলগ্ন “সুমন এন্টারপ্রাইজ” এর মালিক মো: এনামুল হককে বাংলাদেশ প্রোট্রোলিয়াম আইনের ১৯৯৪ এর ২৪ ধারায় পণ্যের গায়ে মুল্য তালিকা না থাকার কারণে ৪ হাজার টাকা এবং “মীম এন্টারপ্রাইজ” এর মালিক খোরশেদ আলমকে বাংলাদেশ প্রোট্রোলিয়াম আইনের ১৯৯৪ এর ২৩ ধারায় জ্বালানী লাইসেন্স না থাকার কারণে ৮ হাজার টাকা সহ মোট দুইটি প্রতিষ্ঠানকে ১২ হাজার জরিমানা করা হয়।
এসময় বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা এর নেতৃত্বে বালিয়াডাঙ্গী থানা পুলিশ ও আনসার সদস্যেরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ফাতেহা তুজ জোহরা বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম আইন ১৯৯৪ এর ২৩ ধারা ও ১৯৯৪ এর ২৪ ধারা অনুযায়ী ২ টি প্রতিষ্ঠানকে বৈধ কাগজ পত্র এবং পণ্যের মূল্য তালিকা না থাকার কারণে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যহৃত থাকবে।