।। মোহাম্মদ নজরুল ইসলাম৷।।
হে আমার প্রিয় দেশ আমি তোমার জন্ম দেওয়া অগোছালো ছেলে —–
আমি এখন মুগ্ধ থাকি তোমার ছবি মেলে——-!
দেশটা এখন রসাতলে,
এমন কথা সবাই বলে ;
এই আমলে রাজনীতিটা ভাজনীতিতে চলে—
নেতার আগে চামচা পুঁজো চলে দলে দলে —–
দেশ ও জাতির মূল্যবোধে গুরুত্ব তাদের জিরো,
ক্ষমতার দাপটে সারাদেশে তারাই আজ হিরো ;
দুর্নীতিটাই নীতি যাদের তারাই আছেন বেশ ——
নেই পরোয়া কোথায় গেল জাতি এবং দেশ।
অন্যের পায়ে পারা দিয়ে বাঁধায় মিথ্যে দ্বন্দ্ব
তাইতো এখন সবাই মিলে খুজে তাদের গন্ধ।
ক্ষমতা পেতে যোগ্যতা নয় সন্ত্রাস এখন দরকার,
সন্ত্রাসী হলেই আপনি হবেন এমপি, মন্ত্রী, সরকার।
সরকার আজ যাকে তাকে উঠাচ্ছেন আর নামাচ্ছেন
কেউবা বলে অন্য কথা কড়কড়ে নোট কামাচ্ছেন!
কি বলবো সুশীল সমাজ আর বুদ্ধিজীবীদের খোদ
বাক্সে তুলে রেখেছে তারা সকল বিবেকবোধ ;
লুটেপটে খাচ্ছে যারা তাদের সুখের দিন,
মধ্যবিত্ত মানুষ গুলোর বাড়ছে শুধু ঋণ,
অসংগতির তপ্ত রোদে পুড়ছে এখন দেশ ;
শান্তিপ্রিয় আম-জনতা বাড়ছে শুধুই ক্লেশ!
মানবতার ধার ধারি না নেতাদের এই গুণ,
স্বার্থের টোকা লাগলে পরে ভাইকে করে খুন।
পাঁচকে বানায় পঞ্চাশ হাজার শতককে কয় ছয় ;
ধরলে কেহ ছলচাতুরী জেলখানায় ভিটাবাড়ি হয়,
ক্ষমতায় থাকতে ভোটে তারা দেখায় ফাঁকিঝুকি—
একটুখানি সুযোগ পেলে শাক দিয়ে মাছ ঢাকি!
সরকার এখন ডাইনে চলে বিরোধীরা চলে বামে,
একে অন্যের মুখের কথায় ফোসকা পড়ে ঘামে —
ক্ষুধার রণে উন্নয়নে এখন বাংলাদেশ
ছন্দ তুলে ভোটের হাওয়া লাগছে সারাদেশ ।