হরিপুর প্রতিনিধি।।ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী বিওপির বিপরীতে ভারতের নারগাঁও বিওপির বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছে।
জানা গেছে গত ৩ ডিসেম্বর ভোর ৪ টায় হরিপুর উপজেলার গেউরাডাঙ্গী গ্রামের আব্দুল বাসেদের পুত্র মোঃ জহুরুল ইসলাম (২৮) ভারতের কাশ্মীর থেকে দীর্ঘ এক বছর রাজমিস্ত্রির কাজ শেষে অবৈধ পথে বাড়ী আসার সময় ৩৬৯ এর ২/৩ নং পিলারের কাছে ভারতের নারগাঁও বিএসএফ জোয়ানরা লক্ষ্য করে গুলি করলে সে গুলিবিদ্ধ হয়।
বিএসএফ এর পক্ষ থেকে ভারতের ইসলামপুর থানা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কাঠালডাঙ্গী বি ও পির কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ এন্তাজুল হক এ বিষয়ে নিশ্চিত করেছেন।