।। সাজিদ মাহমুদ।।
জানালার ফাঁকে আকাশ দেখা
শহরের কোলাহল
ব্যাগ বই কাঁধে স্কুলে ছুটে
সোনামণিদের দল
স্বপ্ন বিলাসি বাস্তব দেখে
সাধারণ দেখে স্বপ্ন
ভার্চুয়াল জগতে সভ্যতা গড়ে
বাস্তববাদী রত্ন
ছুটছে সবাই
ছুটছে জগৎ
স্থবির শুধু চিন্তা
দেখছি যা মিথ্যে সবই
সত্য তবে কোনটা!