প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৫, ৪:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৩, ৬:৫৩ পি.এম
মাদক উদ্ধারে শ্রেষ্ঠ পুরস্কার পেলেন রাণীশংকৈল থানার এসআই প্রদিপ চন্দ্র মহন্ত
নিজস্ব প্রতিবেদক।।ধর্মগড় – নেকমরদ ও কাতিহার সড়কে প্রতিনিয়ত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ছে মাদককারবারি।
রাণীশংকৈল থানা পুলিশও অভিযান চালিয়ে ২০০ বোতল ফেন্সিডিল মাদকসহ ধরছে এসব কারবারিদের।
এই ২০০ বোতল ফেন্সিডিলসহ মাদক উদ্ধারে বিশেষ অবদান রাখায় ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা মনোনীত হয়েছেন রাণীশংকৈল থানার এসআই প্রদিপ চন্দ্র মহন্ত।
মঙ্গলবার (০৪ ডিসেম্বর ) সকালে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানা পুলিশ কর্তৃক ২০০ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন আসামী গ্রেফতার সংক্রান্তে মাননীয় আইজিপি মহোদয় কর্তৃক প্রেরিত “সম্মাননা পুরস্কার” জনাব উত্তম প্রসাদ পাঠক, পুলিশ সুপার, ঠাকুরগাঁও মহোদয় এসআই (নিঃ)/প্রদিপ চন্দ্র মহন্তকে এ সম্মাননা দেয়া হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), ঠাকুরগাঁও ও অফিসার ইনচার্জ, রাণীশংকৈল থানা, ঠাকুরগাঁও।
জানা যায়, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধারে বিশেষ ভূমিকা রাখায় পুলিশ সুপার কার্যালয় থেকে রাণীশংকৈল থানার এসআই প্রদিপ চন্দ্র মহন্তকে ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত করা হয়।
এসআই প্রদিপ চন্দ্র মহন্ত বলেন, ভাল কাজে পুরস্কার পেলে কাজের গতি আরও বেড়ে যায়। এ সম্মাননা আমার জন্য গৌরবের। রাণীশংকৈল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্যার ও রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ স্যারের দিক নির্দেশনায় মাদক উদ্ধারে কাজ করে যাচ্ছি।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল বলেন, ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ পুরস্কার রাণীশংকৈল থানা পুলিশের জন্য অনেক বড় পাওয়া। আমি চাই, রাণীশংকৈল থানা এলাকা মাদক ও সন্ত্রাসমুক্ত হোক। মাদক বিক্রেতাদের কোনো ছাড় দেয়া হবে না
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং