।। মার্জেনা চৌধুরী ।।
কি অপরূপ সৌন্দর্য তোমার
টাপুর টুপুর সঙ্গীতে বিভোর,
আমি তো প্রেমে পড়ে গেছি
দিগন্তে ছড়ায়ে আছো নিক্কনের সুর!
ভোরের সূর্য ঘুমিয়ে আছে
মেঘ তারে দিয়েছে ঢেকে ,
আমি তো তোমার রূপে মুগ্ধ
ভাব গম্ভীর মুখখানি দেখে !
অন্তরে কঠিন মানুষ আমার
ভিজেই শান্তির আলোচনা করি,
তুমি আমার স্মরণেই থাকো
সেই দিনের অপেক্ষায় কৈশোর ভরি !
কলা পাতার ছাতা ছিল
পলিথিন বস্তায় মুড়ায়ে শরীর,
কত যে খেলেছি জলে তোমার
শীতেও তোমারে ভেবেছি জড়ায়ে শিশির।
হাসু ভাইয়ের কাচিতে কেটেছি
বড় সাইজের মান কচুর পাতা,
তুমি এলে মাথায় ধরেছি উচ্ছাসে
কুড়ায়েছি বকুল মরমি পল্লী গাঁথা!
তোমার প্রেমে পড়েছি গো
সেই কৈশোর বেলার কিশোরী আমি,
তোমারে কত যে ভালবাসি
হয়ত এখনও জানলে না তুমি ।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং