স্টাফ রিপোর্টার।। তৃণমূল নেতাদের বিভ্রান্তির জবাব দিলেন পঞ্চগড়-১ আসনের আ.লীগ প্রার্থী নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা। বুধবার দুপুরে পঞ্চগড় সদরের কাজীপাড়াস্থ নিজ বাসভবনে এসে পঞ্চগড় সদর উপজেলার ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী জানতে চান আমরা কার পক্ষে কাজ করবো? আমরা আতঙ্ক, ভয়ভীতি আর চাপে আছি। দলীয় প্রার্থী ছাড়াও আরো দুজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে প্রচারণা চালাচ্ছেন। এ সময় নেতাকর্মীরা জানান, ‘এদের মধ্যে বর্তমান সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার সাদাত সম্রাট নির্বাচনী প্রচারণায় আছেন। তৃণমূল নেতাকর্মীদেরকে নিজেদের আওয়ামী লীগের, শেখ হাসিনার প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছেন। এজন্য তারা তৃণমূলের নেতাকর্মীদের তাদের পক্ষে নির্বাচনে কাজ করার জন্য চাপ ও ভয়ভীতি প্রদর্শন করছেন। নানান বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছেন। এ অবস্থায় আমাদের করণীয় কি? তখন নাঈমুজামান ভুইয়া মুক্তা সার্বিক পরিস্থিতি তুলে ধরে তাদের উদ্দেশ্যে বলেন, ১৯৯১ সালে আওয়ামী লীগের নেতৃত্বে আট দলীয় জোটের প্রার্থী হিসেবে সিপিবির মোজাহার হোসেনের পক্ষে কাজ করে বিজয়ী করি। ১৯৯৩ সালে রাশিয়ায় কমিউনিষ্ট পার্টি ভেঙ্গে গেলে আমরা ১৯৯৩ সালে চিনিকল মাঠে শেখ হাসিনার জনসভায় অনেকের সাথে আমিও আওয়ামী লীগে যোগদান করি। পরে আমি চাকরির সুত্রে শেখ হাসিনার টুঙ্গিপাড়ার বাড়িতে ছিলাম। পরে জাতিসংঘের প্রকল্পে কাজ করি। ‘আমি ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে জড়িত ছিলাম। ছাত্রলীগ, যুবলীগের আওয়ামী রাজনীতি করিনি এটা ঠিক। কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক ছিলাম। মুজিব শতবর্ষ উদযাপন কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম। সকল নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে কাজ করেছি। অনেক ক্ষেত্রে সফল হয়েছি। আমরা ১১ জন প্রার্থী পঞ্চগড়-১ আসনের জন্য নৌকার মনোনয়ন চেয়েছি। মনোনয়ন ঘোষণার আগে আমরা সবাই বলেছিলাম আমরা সবাই নৌকা মার্কার। কিন্তু মনোনয়ন ঘোষণার পর আমরা কি দেখলাম। কয়েকজন প্রার্থীর শুরু হলো বিরোধিতা। অপপ্রচার। আমরা নাম ঘোষণার পর আমি সভাপতিসহ সকল প্রার্থীর সাথে যোগাযোগ করেছি। বলেছি সকলে মিলে কাজ করি। দলের সাধারণ সম্পাদক বলেছেন, ‘শতফুল ফুটবে আমরা একটি ফুলকে বেছে নিব। কিন্তু সেটা কি হলো? আমি তো সব ফুলকে নিয়ে মালি হিসেবে মালা তৈরি করতে চাই। মনোনয়ন ঘোষনার আগে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, নৌকা মার্কা যার আপনার তার পক্ষে কাজ করবেন। সবাই হাত তুলে ওয়াদা করলেন। সবাই দায়িত্ব দিল প্রধানমন্ত্রীকে প্রার্থীদের নাম ঘোষণা করার জন্য। কিন্তু পরের ঘটনা আপনাদের জানা। আমি মনে করি আমি শেখ হাসিনার প্রার্থী। নৌকা শেখ হাসিনার মা্র্রৃর্কা। সকল ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করেন। প্রার্থীকে পছন্দ না হলেও শেখ হাসিনার মার্কা, নৌকা আওয়ামী লীগের মার্কার পক্ষে কাজ করুন। এর পরেও প্রার্থীর পক্ষে কাজ না করলেও বিভ্রান্তি ছড়াবেন না।’ এমন বক্তব্য শুনে সকলে সমস্বরে বলে উঠেন আমরা সবাই নৌকার। আমরা সবাই নৌকার পক্ষে কাজ করবো। তিনি অনুরোধ করে বলেন, ‘যদি শেখ হাসিনাকে ভালোবাসেন, আওয়ামী লীগকে ভালোবাসেন তাহলে নৌকার পক্ষে কাজ করুন। পক্ষে কাজ না করলেও মিথ্যা অপপ্রচার চালাবেন না।’ আর একটা কথা কোন সেন্টার কমিটি গঠন করা হয়নি? তবে প্রত্যেক সেন্টারের জন্য অনেকের নাম ঠিকানা, ভোটার নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বরসহ তালিকা করা আছে। তখন তো আমরা সাথে কেউ ছিলেন না। এখন আমরা ১৮ তারিখের পর সেন্টার কমিটি গঠন করবো। আপনারা যারা থাকতে চান সবাইকে নিয়েই সেন্টার কমিটি গঠন করা হবে। আমি বিশ^াস করি আল্লাহ সহায় থাকলে আগামী ৭ জানুয়ারি নৌকার বিজয় হবেই। আ রর একটা প্রচারণা চালানো হচ্ছে শেখ হাসিনা স্বতন্ত্র প্রার্থী হতে বলেছেন। এটা একেবারেই মিথ্যা। উনি ২০১৮ সালের নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, শেখ হাসিনা ড্যামি প্রার্থী হতে বলেছেন। স্বতন্ত্র আর ড্যামি প্রার্থীর পার্থক্য বোঝেন? তখন সমস্বরে বলেন, বুঝি। তখন সবাই চিৎকার করে বলেস, ড্যামি, স্বতন্ত্র বুঝি না আমরা নৌকা বুঝি। তিন সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ূন কবীর উজ্জ্বল, পৌর যুব লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর হাসানাত মো. হামিদুর রহমানসহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের অধিকাংশ নেতা উপস্থিত ছিলেন। #
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং