------ রিতু নুর ------
ফড়িং রোদেলা দুপুরে
করে উড়াউড়ি শিশুদের
মন করে চুরি।
দল বেঁধে শূণ্যে মেলে ধরে পাখা
সবুজ পাতার আড়ালে
হয় জোনাকির সাথে থাকা।
সাতরঙা রঙধনুর মতো রূপ,
দেখতে ভালো লাগে খুব।
লক্ষ কোটি বার
সেই শৈশবে চেয়ে চেয়ে দেখেছি
মুগ্ধ হয়েছি,
ফড়িং এর প্রতি জনম জনম কাল ধরে
শিশুদের ভালোবাস আছে থাকবেই।
সোডিয়াম বাতির আলোয় ফড়িং
মনের সুখে করে ছুটোছুটি
খায়না দুধ পাউরুটি,
পিপীলিকার মত পাখা
গজালেই মরে,
সুযোগ পেলেই মানুষ ফড়িং ধরে।
ফড়িং এর আছে ছোট্ট একটা প্রাণ,
ধরতে গেলে ফড়িং শিশুরা হয়ে যায় পেরেশান।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং