মো.ফখর উদ্দিন,আনোয়ারাঃচট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ফুটন্ত ফুল ১ নং বৈরাগ ইউনিয়ন এর উদ্যোগে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ পানির ট্যাংকস্থ মাঠে অনুষ্ঠিত হয়।আজ রবিবার বিকালে উদ্বোধনী খেলায় বৈরাগ সেভেন স্টার বনাম বৈরাগ জুনিয়র ফুটবল একাদশের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।উক্ত খেলায় বৈরাগ জুনিয়র ফুটবল একাদশ ট্রাইব্রেকারে (২-০) তে জয়লাভ করেন।উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ লিয়াকত স্মৃতি সংসদের সচিব মাসরুর রহমান,ফুটন্ত ফুল আনোয়ারা জোনের উপ-পরিচালক মোজাম্মেল হোসেন,এইচ এম করিম,দিদারুল ইসলাম নয়ন, টুর্নামেন্টের পরিচালক নুরুল হাবিব আকিফ, ও এইচ এম শাহরিয়ার হোসেন সহ প্রমুখ।