মো.ফখর উদ্দিন,আনোয়ারাঃচট্টগ্রামের আনোয়ারায় সবজির বাজার আকাশ ছোঁয়া দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। মাছ-মাংসে হাত দিতে পারেন না অনেক সাধারণ ক্রেতা। সবজির বাজারও চলে যাচ্ছে তাদের নাগালের বাইরে। বর্তমান বাজারে ৫০ টাকার নিচে কোনো সবজি নেই,বললেই চলে ব্যতিক্রম পেঁপে ও মুলা বাদে।টমেটোর দাম এখন ৭০ থেকে ৮০ টাকা। এছাড়া ৭০ থেকে ৮০ টাকা প্রতি কেজি গাজর ,বেগুন বিক্রি হচ্ছে ৬০টাকায়৷গতকাল বৃহঃবার বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে এসব চিত্র। বাজারে প্রতি কেজি গরুর মাংস ৮৫০ টাকা,হাসির মাংস ১০০০ টাকা বিক্রি হচ্ছে ৮০টাকায়, যার মধ্যে লম্বাকৃতির বেগুন প্রতি কেজি ৭০ টাকা, বরবটি প্রতি কেজি ৭০ টাকা। করলা বিক্রি হচ্ছে ৬০ টাকায়,পটল প্রতি কেজি ৫০ টাকায়, ঢেঁড়স প্রতি কেজি ৬০ টাকায় এবং ঝিঙ্গা প্রতি কেজি ৬০ টাকায়
বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি পিস জালি বিক্রি হচ্ছে ৫০ টাকায়, লাউ প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকায়।বাজার করতে আসা নির্মাণ শ্রমিক হৃদয় বলে আমি প্রতিদিন কাজ করে মজুরি পাই ৬০০ টাকা,এই টাকা দিয়ে আমি বাজার করতে এসে হিমশিম খাচ্ছি বাজারে প্রতিটি জিনিসের দাম আমাদের নাগলের বাইরে৷
বাজারে সবজির মধ্যে সবচেয়ে কম দাম বলতে পেঁপে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। কাঁচা কলা প্রতি হালি ৩০থেকে ৪০ টাকায়, মূলা প্রতি কেজি ২৫ টাকা, এছাড়া কচু প্রতিপিছ ৭০ টাকা, কচুর লতি প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, বাঁধাকপি প্রতি কেজি ৫৫ টাকা, ফুলকপি প্রতি কেজি ৬০ টাকা, শসা প্রতি কেজি ৬০ টাকা আর কাঁচা মরিচ প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকা আর আগের আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকায়। অন্যদিকে, দেশি পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায় আর আমদানি করা পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৯০ টাকায়। এছাড়া ডিম প্রতি হালি বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়।
দাম বেশি নিয়ে দোকানদার এর সাথে কথা তারা জানান আমাদেরও পরিবার আছে আমরাও বুঝি মানুষের কষ্ট কি করব আমরা ও প্রতিটি পণ্যের দাম বেশি দিয়ে কিনতে হচ্ছে তাই আমরাও বেশি বিক্রি করতেছি৷
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং