আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ভূল্লী দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আজ বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) সম্পন্ন হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে শচীন্দ্রনাথ সেন ২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম ভোট পেয়েছেন ১২টি। প্রবীণ চন্দ্র রায় ভোট পেয়েছেন ০৫ টি। সাধারণ সম্পাদক পদে আবু তাহের বাবুল ৩৩ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রমানাথ অধিকারী ০৯ ভোট পান। দপ্তর সম্পাদক পদে শরীক উদ্দীন ২৭টি ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রেজাউল ইসলাম পেয়েছেন ১৫ ভোট। অর্থ সম্পাদক পদে ফজলে আলম ৩৪ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিকুল ইসলাম ভোট পেয়েছেন ০৮টি।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক এ আর শেখ মালেকুজ্জামান সরকার, কার্যকরী সদস্য খাদেমুল ইসলাম, দিলিপ কুমার ও আশরাফুল ইসলাম।
নির্বাচনে দায়িত্বরত নির্বাচন কমিশনার ভূল্লী সাব-রেজিস্ট্রার মামুন বাবর জানান, নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪২ জন।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং