—— কামরুল হাসান খোকন ——
জনাব খালিদ মাহমুদ চৌধুরী এ আসনের বর্তমান সাংসদ,মাননীয় প্রতিমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয়। তিনি ২০০৮ থেকে সাংসদ নির্বাচিত হয়ে আসছেন।
তার পূর্বতন সাংসদ ছিলেন, সাবেক প্রতিমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, সাবেক প্রেসিডিয়াম সদস্য, বর্তমানে আওয়ামী লীগ উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য, প্রবীণ রাজনীতিবিদ বাবু সতীশ চন্দ্র রায়।
জনাব খালিদ মাহমুদ চৌধুরী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯৮৯ সালে বি. কম পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধীনে ১৯৯২ সালে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ (নুদুস) এর অধীনে ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করেন। ন্যাশনাল ডিফেন্স কলেজ (NDC) এর অধীনে ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করেন। (উইকিপিডিয়া)
জনাব খালিদ মাহমুদ চৌধুরী পারিবারিক রাজনৈতিক আবহে বেরে উঠেছেন।
তাঁরর্ পিতা প্রয়াত আব্দুর রৌফ চৌধুরী বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষীয়ান রাজনীতিবিদ ছিলেন। ছিলেন ডাক তার ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী । তিনি জুন ১৯৯৬ সালের নির্বাচনে দিনাজপুর-১ আসন (বীরগঞ্জ-কাহারোল) থেকে জাতীয় নির্বাচিত সংসদ সদস্য। ছিলেন বঙ্গবন্ধুর স্নেহধন্য, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা ।
প্রয়াত আব্দুর রৌফ চৌধুরী ঢাকা কলেজের শিক্ষার্থী অবস্থায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে তার সখ্যতা গড়ে ওঠে। বঙ্গবন্ধুর নির্দেশেই তিনি দিনাজপুর এস.এন কলেজের ছাত্র সংসদের প্রতিনিধিত্ব করেন। পাকিস্তান আমলে বৃহত্তর দিনাজপুর (বর্তমান দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড়) জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন তিনি। মুক্তিযুদ্ধের পরপরই ১৯৭২ সালে বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি ছিলেন। তিনি একাধিকবার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
তিনি বোচাগঞ্জ উপজেলায় চেয়্যারম্যন নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৬ সালের পূর্ববর্তী সময়ে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন একাধারে ১৫ বছর।
(ক্রমশ :
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং