নিজস্ব প্রতিবেদক।। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ এর সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সহযোগিতা চেয়ে জনসংযোগ চালাচ্ছেন ঠাকুরগাঁও-২ আসনের সম্মিলিত মহাজোট বাংলাদেশ কংগ্রেস পার্টির মনোনীত প্রার্থী মোছাঃ রিম্পা আক্তার। বৈরি আবহাওয়া চলা কালীন সময়ে ছুটে চলেছেন জনসংযোগ করে।
ভোটারদের মাঝে সৃষ্টি হয়েছে বাঁধ ভাংঙ্গা আনন্দ উল্লাস, ভোটাররা সহযোগিতার করবে বলে আশ্বাস দেন কংগ্রেস মনোনীত প্রার্থী মোছাঃ রিম্পা আক্তার কে।
৭ ডিসেম্বর বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন এলাকায়,হাট-বাজারে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। দোয়া ও সহযোগীতা চেয়েছেন। এসময় তিনি এলাকাবাসীর উদ্দেশ্য জানান, বাংলাদেশ কংগ্রেস পার্টির চেয়ারম্যান আমাকে ঠাকুরগাঁও-২ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। তাই এবারের নির্বাচনে অংশ গ্রহন করেছি। তিনি বলেন "আমি সুখে-দুঃখে, বিপদে - আপদে, সার্বক্ষণিক আপনাদের পাশে থাকতে চাই। আমি জনগনের পাসে থেকে নিজেকে জনসেবায় নিয়োজিত রাখতে চাই। তিনি আরো বলেন, বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রতীক (মার্কা) ডাব মার্কা। আপনারা স্বপরিবারে ডাব মার্কায় আপনাদের মহা মূল্যবান ভোট দিয়ে সর্বস্তরের জনগণের সেবা করার ও পাশে থাকার সুযোগ দিন। সেই সাথে আমার জন্য সকলে দোয়া করবেন।
তিনি বলেন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগন আমাকে বিপুল ভোটে জয়লাভের আশা করছি।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং