✍️রুকসানা রহমান
স্মৃতির প্রতি পরতে
তোমার দোলা পেতে
হয় মন উন্মনা।
কথার কাব্যলোকে
মনটা খুঁজে যাকে
তুমি সেই অনন্যা।
হৃদয়ের রঙ তুলিতে
যার ছবি শত আঁকে
তুমি সেই সুনয়না।
দিনের ক্লান্তি শেষে
যার মুখ ওঠে ভেসে
তুমি সেই মনোবীণা।
আমার কল্পলোকে
নিয়ত চাই যাকে
তুমি সেই নীলবসনা।