স্টাফ রিপোর্টার।। শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় বুধবার সন্ধায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে "গণজাগরণের সাংস্কৃতিক উৎসব’’।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান। উৎসবে স্বাগত বক্তব্যে জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান বলেন, সারা দেশে সাংস্কৃতিক উৎসব পালিত হচ্ছে শিল্পকলা একাডেমির উদ্যোগে। শিক্ষায় সংস্কৃতিতে মানবিক মূল্যবোধে, রবীন্দ্রনাথ, নজরুল, লালন যে সংস্কৃতির কথা বলেছেন। বঙ্গবন্ধু যেই স্বপ্নটা দেখেছিলেন তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে চলেছে শিল্পকলা একাডেমি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজ উদ্দিন, মকবলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন প্রধান, সহকারী কমিশনার মো.আশরাফুল ইসলাম, অবসরপ্রাপ্ত সরকারি মহিলা কলেজের অধ্যাপক হাসনুর রশীদ বাবু, জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি মো. মিজানুর রহমান বাবলু, মো. মির্জা সাবদারুল ইসলাম মুক্তা, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমির যুগ্ম সম্পাদক আকতারুন নাহার সাকী ও নুর নবী জিন্নাহ।
পরে একাডেমির শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। #
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং