স্টাফ রিপোর্টার।। আগামী ১২ ডিসেম্বর পঞ্চগড় জেলায় ৬ থেকে ৫৯ মাস বয়সী এক লাখ ৬০ হাজার ৪৭২ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১৮ হাজার ৫০ জনকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী এক লাখ ৪২ হাজার ৪২২ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য জেলায় এক হাজার ৭৭ টি কেন্দ্র খোলা হবে। এসব কেন্দ্রের প্রত্যেকটিতে দুইজন করে স্বেচ্ছাসেবক কাজ করবে।
বৃহস্পতিবার বিকালে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শীর্ষক প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী এসব তথ্য জানান। তিনি বলেন, ভিটামিন এ প্লাস খাওয়ানোর ফলে শিশু যে শুধু রাতকানা থেকে রক্ষা পায়, তা নয়। এ প্লাস ভিটামিন শিশুদের আরও বহুবিধ উপকার করে। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দৃষ্টি শক্তি ভালো রাখে ও শিশু মৃত্যুর হার কমায়। এজন্য বলা হয় ভিটামিন এ প্লাস খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান। অন্ধত্বের চারটি প্রধান কারণের মধ্যে ভিটামিন 'এ'-এর অভাবজনিত কর্ণিয়ার রোগ ও কর্ণিয়ার ক্ষত অন্যতম। এই ভিটামিনটির অভাবে আপনার শিশু রাতকানা হয়ে চিরদিনের জন্য অন্ধ হয়ে যেতে পারে। ত্বক ও শ্লৈষ্মিক ঝিল্লির স্বাস্থ্যরক্ষার কাজ করে। দেহ বৃদ্ধি, বিশেষ করে দেহের অস্থি কাঠামোর বৃদ্ধি প্রক্রিয়ার সঙ্গে ভিটামিন 'এ'-এর সংযোগ রয়েছে। ভিটামিন 'এ' জীবাণু সংক্রমণ থেকে দেহকে রক্ষা করে। শিশুদের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো খুবই জরুরি। তাই অভিভাবকদের খেয়াল রাখতে হবে তার সন্তানকে যেন অবশ্যই ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হয়। সকারের জাতীয় এই কর্মমূচি সফল করতে গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এজন্য তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে জেলা ইপিআই সুপারভাইজার হাসিবুর রহমান শাহ লাবু বক্তব্য দেন। প্রেসব্রিফিংয়ে পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, জ্যেষ্ঠ সাংবাদিক এসএ মাহমুদ সেলিম, এ হোসেন রায়হান, সামউদ্দিন চৌধুরী কালামসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনে পঞ্চগড়ে কর্মরত ৫০ জন অংশ উপস্থিত ছিলেন। #
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং