মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ডাচ বাংলা ব্যাংকের রিফাত পোল্ট্রি ফার্ম নামক এজেন্ট শাখা থেকে দিনের বেলায় চুরির ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। মামলাটি করেছেন ব্যাংকটির এজেন্ট স্বত্ত্বাধিকারী মোঃ মাহবুবুল আলম।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দূপুর ১টায় উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কানাগাড়ী-হরিপাড়া বাজারে ৫ লক্ষ টাকা চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত মিজান মিয়া(৩৫) ও ময়নুল ইসলাম (৩৩) নামে দুই চোর কে স্থানীয় জনতা আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পাদ করা হয়।
এজেন্টের স্বত্বাধিকারী মাহাবুবুল আলম বাদি হয়ে ওই দিন রাতে দ্রুত বিচার আইনে চার জনের নাম উল্লেখ করে থানায় একটি এজাহার দায়ের করে।
আটক মিজান মিয়া(৩৫) দিনাজপুর খানসামার ভেরভেরি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং অপর জন ময়নুল ইসলাম (৩৩) নীলফামারি দোলুয়া মুসলিম পাড়ার মোজাফফরের ছেলে। আটক ময়নুলের বিরুদ্ধে পূর্বের বিভিন্ন থানার ১৪টি এবং মিজানের বিরুদ্ধে ৪টি মামলা চলমান রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
এজেন্টের স্বত্বাধিকারী মাহাবুবুল আলম জানান, ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে ভিতরে থাকা প্রায় ৫ লক্ষ টাকা চুরি হয়েছে। এর আগে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য তিনি তার প্রতিষ্ঠান পেছনে যান। দেড় থেকে দুই মিনিটে পরে এসে দেখেন মোটরসাইকেল স্টার্ট দিয়ে একজন লোক বাহিরে দাঁড়িয়ে আছে এবং অপরজন আমার প্রতিষ্ঠান থেকে বের হয়ে মোটরসাইকেলে উঠছে। এতে আমার সন্দেহ হলে তাদের থামানোর চেষ্টা করি। কিন্তু তারা মোটর সাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে। সেসময় স্থানীয়রা আমার চিৎকারে তাদের ধরার জন্য ধাওয়া করে।
এসময় সঙ্গবদ্ধ চোরের দল বার্মিজ চাকু বের করে জনমনে আতংক সহ অরাজকতা তৈরী করে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। পরে ধাওয়া দিয়ে দুই চোরকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোর্পদ করেছে স্থানীয়রা। পিটুনিতে আহত দুই চোরকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশের হেফাজতে দিয়ে দেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, স্বাভাবিক জনজীবন বিপন্ন করে ত্রাস সৃষ্টির অপরাধে গেল রাতে এজেন্টের মালিক দ্রুত বিচার আইনে মামলা করেছেন। চুরির সাথে জড়িত দুই যুবক আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। এজেন্টের ভাষ্য অনুযায়ী তার দোকান থেকে ৫ লাখ টাকা চুরি হয়েছে। এঘটনায় জড়িত আরও দুইজনকে এবং টাকা উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং