....................🖊 জাহিদ চৌধুরী
খাবার হজম নাহলে শুরু হয় রোগ,
সম্পদ হজম নাহলে ফ্যাশনের ভোগ।
কথা হজম না হলে শুরু হয় কানাকানি,
শোনা কথা হজম নাহলে হয় জানাজানি।
সমালোচনা হজম না হলে শুরু হয় বিরক্তি,
বুঝে নাবুঝে বদহজমে হারিয়ে যায় ভক্তি।
দুঃখ হজম না হলে শুরু হয় হতাশা,
দেখে তা অন্যেরা করে খুব তামাশা।
প্রাচুর্যে বদহজমি এনে দেয় বেশ অহংকার,
কথা বা কাজে প্রকাশ পায় তার আকার।
অহংকার করে কারা, বুঝেনা মূর্খ তারা,
যোগ্যতা নেই তার, পেয়েছে যা হাতভরা।
অযোগ্যতা হজমের টনিক, শুরু হয় ভোগান্তি,
বাঘের জোর বারো বছর, এর পরেই ক্লান্তি।
*********
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং