নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ ঠাকুরগাঁও জেলা শাখার শিল্প ও বানিজ্য সম্পাদক রানা সরকারের ফেইসবুক আইডি গত কয়েকদিন আগে কে বা কারা হ্যাক করে সেই ফেইসবুক ম্যাসেঞ্জার ব্যাবহার করে বিভিন্ন জন কে হয়রানী করছে।
জানা গেছে,৷ স্বেচ্ছাসেবক লীগ নেতা রানা সরকার ” Rana Sarker ” নামে যে ফেইসবুক আই ডি ব্যাবহার করে আসছিল তা গত এক সপ্তাহ থেকে কে বা কারা হ্যাক করে ব্যাবহার করছে।
হ্যাকার সেই আই ডি থেকে বিভিন্ন জনের ম্যাসেঞ্জারে টাকা পয়সা চাওয়া,নোংরা চ্যাটিং ও অশ্লিল ছবি পোষ্ট করে রানা সরকারের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
এব্যাপারে রানা সরকার এই প্রতিবেদক কে জানান, ততার ফেইসবুক আইডি হ্যাক হওয়ার পর থেকেই বিভিন্ন তাকে ফোন করে এই সব তথ্য জানান। রানা সরকার সেই হ্যাকারের বিরুদ্ধে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করবে বলেও জানান।
তিনি তার সকল পরিচিত বন্ধু, শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলেন, তার ফেইসবুক মেসেঞ্জার থেকে যদি কোন মেসেজ কিংবা টাকা পয়সা চাওয়া হয় তাহলে তারা যেন সেইসব প্রতারকের খপ্পরে না পরে।