স্টাফ রিপোর্টার।।পঞ্চগড় সদর উপজেলার সকল জনপ্রতিনিধি নৌকার মাঝি হিসেবে দ্বাদশ সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগ মনোনীত শেখ হাসিনার প্রার্থী মো. নাঈমুজ্জামান ভুইয়া মুক্তাকে নৌকার মাঝি হিসেবে বরণ করে নেন। শুক্রবার সন্ধায় পঞ্চগড় শহরতলীর কাজীপাড়াস্থ বাসায় গিয়ে নৌকার আদলে তৈরি ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখসহ সদর্যা, সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, সকল ইউপি চেয়ারম্যান-মেম্বার, পৌর কাউন্সিলর বৃন্দ, উপজেলা ভাইস চেয়াম্যানরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নির্বাচনে সকলেই তার সাথে থাকার দৃঢ প্রত্যয় ঘোষনা করেন। পরে পঞ্চগড় পৌর সভার জাতীয় শ্রমিকলীগ, মহিলা শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠন তাকে সংবর্ধনা প্রদান করেন।
জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ জানান, শেখ হাসিনার মার্কা নৌকা, আওয়ামী লীগের মার্কা নৌকা। আমরা ব্যক্তি বুঝি না। নৌকা যার আমরা তার। আমরা সকলে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে কাজ করবো।’ #