ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃগাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ৯ ডিসেম্বর শনিবার সকালে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দূর্নীতি দমন কমিশনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্ত্বর হতে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
‘উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীব কুমার ,পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি ফজলুল হক দুদু,রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক নবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আলিউল ইসলাম বাদল,সদস্য রবিউল হোসেন পাতা , মিজানুর রহমান মিজান,মিজানুর রহমান খান সুজনসহ অন্যান্যরা। এতে সঞ্চালনা করেন পলাশবাড়ী পিয়ারী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তাহমিদা খাতুন । পরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা কৃষি অফিসার ফাতেমা কাওসার মিশু এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তারের পরিচালনায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৫ জন জয়িতা কে সংবর্ধনা ও সনদপত্র প্রদান করা হয়।