গোলাম রব্বানী, হরিপুর ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ”সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এর আয়োজনে, প্রতিবছরের ন্যায় এই বছরেও বেগম রোকেয়া দিবস ২০২৩ পালিত হয়েছে। আজ ০৯ ডিসেম্বর রোজ শনিবার /২০২৩ সকাল ১১:০০ ঘটিকার সময় এক বর্নাঢ্য র্যালি থানা মোড় থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালী শেষে মহিলা বিষয়ক কর্মকর্তা জাকিয়া সুলতানার সঞ্চালনায় সম্মেলন কক্ষে শুরু হয় আলোচনা সভা।
এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ জনাব মোঃ জিয়াউল হাসান মুকুল, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি,
হরিপুর উপজেলা শাখা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আরিফুজ্জামান । আরও উপস্থিত ছিলেন হরিপুর থানা অফিসার ইনচার্জের পক্ষে তদন্ত অফিসার জনাব মোঃ শহিদুল ইসলাম, জনাব এস এম আলমগীর, সাঃ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা। মহিলা ভাইস-চেয়ারম্যান মোছাঃ মোতাহারা পারভীন সুমি, জনাব মোঃ আনোয়ার হোসেন সভাপতি অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, হরিপুর ঠাকুরগাঁও, জনাব মোঃ আব্দুর রশিদ সাধারণ সম্পাদক হরিপুর প্রেসক্লাব, জনাব মোঃ গোলাম রব্বানী সাধারণ সম্পাদক হরিপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন, হরিপুর ঠাকুরগাঁও। ইউপি চেয়ারম্যানসহ ইউপি সদস্যগণ, আমন্ত্রিত ছাত্র/ ছাত্রী, শিক্ষক, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।এছাড়াও মহিলা এনজিও কর্মীগণ উপস্থিত ছিলেন।উপস্থিত সভায় হরিপুর থানার তদন্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন মহিলারা সকল উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করবেন এবং এতে যেকোন বাধাঁর সম্মুখীন হলে ৯৯৯ এ কল দিয়ে অবহিত করবেন, অথবা তার ব্যক্তিগত নাম্বারে যোগাযোগ করতে বলেছেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ ।