সিরাজুল ইসলাম।। ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও জেলার রানীশংকেল উপজেলার বাসিন্দা জোহান (৫৫)প্রায় ত্রিশ বছর ধরে লাঙ্গল কোদাল মেরামত করে আসছেন, কালের বিবর্তনে হারিয়ে যাওয়া নিত্য প্রয়োজনীয় ব্যবহৃত লাঙ্গল কোদাল মেরামত সহ নিজ কর্মকে প্রাধান্য দিয়েছেন জোহান। সরেজমিনে,পরিদর্শন কালে তিনি জানান প্রায় ত্রিশ বছর যাবত কাঁঠাল ডাংগী বাজারে মানুষেরা নিত্য প্রয়োজনীয় জিনিস লাঙ্গল ও কোদাল মেরামত করে আসছি, আজ থেকে প্রায় আটাশ বছর আগে মানুষের প্রধান কৃষি নির্ভর উপকরণ ছিল লাঙ্গল জোয়াল,এবং কোদাল এতে তখনকার সময়ে দৈনিক আয় হতো ২৫০-৩০০টাকা যা আট জন সদস্যের সংসার দিব্যিশির চলত কিন্তু আধুনিকতার ছোয়ায় আর কালের বিবর্তনে মানুষ কৃষি ক্ষেত্রে কোদালের প্রচলন থাকলেও হারিয়ে যেতে বসেছে লাঙ্গল ওজোয়াল। এখন মানুষ লাঙ্গলের ব্যবহার কমই করে থাকে, জমি চাষে ব্যবহার করছে যান্ত্রিক হাল চাষের ট্রাক্টর তাই আগের মত মানুষ আর লাঙ্গল জোয়াল মেরামত করতে আসেনা। বর্তমানে প্রতিদিন আয় হয় ১৫০-২০০টাকা যা সংসার চালাতে গিয়ে হিমসিম খেতে হয়। কোদাল মেরামত করতে আসা স্হানীয় বাসিন্দা মাসুদ রানা জানান আমি প্রায় ছোট বেলা থেকে কাঁঠাল ডাংগী বাজারে লাঙ্গল কোদাল মেরামত করে আসতে দেখছি, তিনি সকাল থেকে সন্ধ্যা অবধি এখানে বসে থাকেন খরিদ্দারের আসায়,তিনি আরো জানান বর্তমান সময়ে তিনি যে তার মহৎ পেশাকে বেচে নিয়ে এখনো টিকে আছেন তা নজিরবিহীন।