1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়ার ঘূর্ণি প্রশ্ন //  সাইফুল ইসলাম সরকার পীরগঞ্জ প্রেসক্লাবকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট : থানায় তিন সাংবাদিকের এজাহার ঠাকুরগাঁওয়ে জাকজমক আয়োজনে টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু ভবানীগঞ্জ সরকারি কলেজের ভূগোল বিভাগের প্রধানের বিদায় ও সংবর্ধনা  জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের প্রশাসনিক ও দাপ্তরিক কাজের মানোন্নয়ন লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন নলছিটিতে দিনব্যাপী কার্পজাতীয় মাছ চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত পলাশে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় বালিয়াডাঙ্গীতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা পলাশে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়

আটোয়ারী তে অনলাইন ভিত্তিক মার্কেটিং স্বাবলম্বী নারী উদ্যোক্তা 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৪৬১ বার পড়া হয়েছে

আবুতৌহিদ,আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের প্রধান পাড়ার মমো পারভিন মমতাজের ছোট থেকে প্রবল ইচ্ছে ছিল নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার।

দুঃখজনক হলেও সত্য,তিনি দেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে ও যখন চাকরি হয় নি তবুও তিনি মনের জোর না কমিয়ে এগিয়ে গেছেন।দৈনিক ঝড় কে বলেন, ওনার স্বপ্ন ভরা সুখ দুঃখের কথা,”আমার মেয়ে কনসেভ করার পর কাজ শেষে অবসর সময় টা খুব একাকী অনুভব করতাম (কোরোনা কালিন সময় ছিল) । কোন কিছুই ভালো লাগতো না। বিভিন্ন ধারনা মাথায় আসতো, অবশেষে সিদ্ধান্ত নিলেন তিনি অনলাইন বিজনেস করবে, ইচ্ছে পূরণের জন্য পরিবারকে বলা মাত্রই সবাই সাপোর্ট করে।

তিনি প্রথমে কাপড় নিয়ে অনলাইন ভিত্তিক মার্কেটিং শুরু করে তখনি হতাশার ছাপ তাকে তাড়া দিতে শুরু করে কারন কখনো সেল হয়, আবার কখনো মাসের পর মাস সেল হয় না,হতাশার ছাপ ওনাকে গ্রাস করতে পারেনি থেমে ছিলনা মনোবল। ধীরে ধীরে সাফল্য আসার স্বপ্নে ছিল বিভোর।।
তিনি বিভিন্ন বিজনেস গ্রুপে প্রচুর পড়াশোনা করেন।।
এর মধ্যেই আবার কালো ছায়া ঢেকে দিতে আসা শুরু করে পরিবার সহ দুর্ঘটনা কবলিত কারনে।
তিনি মানসিক ভাবে ভেঙ্গে পড়ার কারনে বিজনেস বন্ধ হয়ে যায় কয়েক মাস।স্বপ্ন যে তাকে ডাকে উপরের শিকরে উঠার জন্য,তাই তো আবারো নিজেকে সামলিয়ে নতুন রুপে বিজনেস শুরু করেন।

তিনি দু বছর পর নিজের সিগনেচার পণ্য আচার নিয়ে প্রচারনা শুরু করেন সামাজিক মাধ্যমে।
অনলাইন মার্কেট সিগনেচার পণ্যের গ্রহন যোগ্যতা পেয়ে যান তিনি।
নভেম্বর মাসেই RTV News এ ওনার পণ্য কে নিয়ে সংবাদ প্রচার হওয়ার পর ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি।
সদ্য বদলী আটোয়ারী উপজেলা ENO ছিলেন নিয়মিত গ্রাহক। সাথে ভাইস চেয়ারম্যান রেনু আকরাম।
তিনি আশা করেন,ধীরে ধীরে কচ্ছপের গতীতে এগিয়ে যেতে যেতে সফলতার শিখরে পৌঁছাবেই।।
তিনি বিভিন্ন চড়াই উতরাই পাড় হয়ে জীবনে সব কিছু সামলিয়ে বিজনেসকে সন্তানের মত আগলে রেখেছেন।।
মমো পারভিন মমতাজের স্বপ্ন “Ayaan’s by Momo ” অনলাইন /অফলাইন ভিক্তিক একটা ব্রান্ড এ পরিণত করে দেশ /বিদেশে সুনাম অর্জন করে তি’নার বিজনেস এর মাধ্যমে বেকার ও অসহায় মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা।।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং