নিজস্ব প্রতিবেদক।। স্বেচ্ছাসেবক লীগ ঠাকুরগাঁও জেলা শাখার শিল্প ও বানিজ্য সম্পাদক সোহেল রানার ফেইসবুক আইডি ” Rana Sarker ” কে বা কাহারা হ্যাক করে বিভিন্ন জন কে ম্যাসেঞ্জারে অশ্লিল ছবি, ম্যাসেজ দিয়ে বিভ্রান্তের সৃষ্টি করছে। আর সেই সব এডিট করা ছবি এবং ম্যাসেজের স্কীন শট দিয়ে সত্যের সন্ধান নামে একটি ফেইসবুক আইডি ও Thakurgaon News নামের একটা পেইজ থেকে গত কাল আপলোড দিয়ে সোহেল রানা কে ব্ল্যাকমেইল করার অপচেষ্টা করে আসছে। এই ব্যাপারে গতকাল দৈনিক ঝড় এ একটি সংবাদ প্রকাশিত হবার পরেও হ্যাকাররা তাদের অশুভ তৎপরতা বন্ধ করেনি।
বাধ্য হয়ে সোহেল রানা আজ ঠাকুরগাঁও সদর থানায় আইনানুগ ব্যাবস্থা গ্রহনের জন্য একটি সাধারণ ডাইরি করেন।
ঠাকুরগাঁও থানা পুলিশ স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল রানা কে আশ্বস্ত করেছেন, যে কোন মুল্যেই সেই সব প্রতারক হ্যাকার কে অচিরেই আইনের আওতায় আনা হবে।
স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল রানা দৈনিক ঝড় কে জানান, তার Rana Sarker আই ডি থেকে কোন ম্যাসেজ কিংবা ছবি আপলোড দেয়া হলে কেউ যেন বিভ্রান্ত না হয়, কারন এই আইডি টি এখন হ্যাকাররা চালাচ্ছে। Thakurgaon news পেজ এর ব্যাপারেও আইনানুগ ব্যাবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।