1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়ার ঘূর্ণি প্রশ্ন //  সাইফুল ইসলাম সরকার পীরগঞ্জ প্রেসক্লাবকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট : থানায় তিন সাংবাদিকের এজাহার ঠাকুরগাঁওয়ে জাকজমক আয়োজনে টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু ভবানীগঞ্জ সরকারি কলেজের ভূগোল বিভাগের প্রধানের বিদায় ও সংবর্ধনা  জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের প্রশাসনিক ও দাপ্তরিক কাজের মানোন্নয়ন লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন নলছিটিতে দিনব্যাপী কার্পজাতীয় মাছ চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত পলাশে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় বালিয়াডাঙ্গীতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা পলাশে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়

বোদায় জননী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ওটি বয় কমল নিজেই সার্জারী ডাক্তার !

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১২৭ বার পড়া হয়েছে

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়ঃপঞ্চগড়ের বোদা উপজলার জননী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ওটি বয় কমল সিজারিয়ান সহ অন্যান্য অপারেশন করছে। এমন একটি ভিডিও প্রতিবেদক সহ সবার হাতে হাতে পাওয়া যাচ্ছে। কমল রায় উপজেলার জননী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন পদে কর্মরত। জানা যায়, সে এই ক্লিনিকের একাধারে ম্যানেজার কোন যোগ্যতা ছাড়া অপারশেন থিয়েটারে (ওটি) সহ সকল অপারেশনের কাজ করেন। সূত্র জানায় তিনি এসএসসিও পাশ করেননি। সম্প্রতি এক ভিডিওতে দেখা যাচ্ছে, কমল ওটি রুমে এক রোগীর সিজারিয়ান অপারেশন করছেন। ওই অপারেশন থিয়েটারে আর কোন ডাক্তারকে দেখা যাচ্ছেনা। তবে ভিডিওতে দেখা যাচ্ছে পরিস্কার কর্মী রুমে ঝাড়ু দিচ্ছেন। এসময় ভিডিও তে কোন ডাক্তারকে দেখা যায়নি। এই ক্লিনিক নিয়ে অনেকের নানান অভিযোগের প্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. লুৎফুল কবীর জননী ক্লিনিকে গিয়ে কোন ডিউটি ডাক্তার দেখতে পাননি এবং এক্সরে মেশিনের রুমটি ব্যবহার যোগ্য না, মেশিনের রঞ্জন রশি দ্বারা সাধারণ রোগী ও জনগনের ক্ষতি ও কাঁচের গেট থাকায় আপাতত এক্সরে বন্ধ রাখার নির্দেশ দেন৷

ভিডিও সূত্রে জননী ক্লিনিকের মালিক অশেস কুমার প্রধান বলেন, কমল রায এখানে ওটি’র এ্যাসিস্টেন্ট ও ম্যানেজার হিসেবে কর্মরত আছে এবং ডাক্তার অপারেশন করেন কিন্তু সেলাই তো দেয় না। এজন্য কমল রায় সিজারের রোগীকে সেলাই দিচ্ছিল।
অভিযুক্ত ওটি সহকারী কমল রায জানান, আমি ম্যানেজার ও ওটি সহকারীর কাজ করি। আমাকে ফাঁসাতে একজন নার্স এই ভিডিও টা করেছিল।
এবিষয়ে বোদা উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. লুৎফুল কবীর বলেন, আমি জননী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে পরিদর্শন করেছি, কিছু নির্দেশনা দিয়েছি, জননী ক্লিনিকের কাগজপত্র ঠিক নাই। ভিডিও বিষয়ে জানান, যদি কোন লিখিত অভিযোগ পাই তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং