গোলাম রব্বানী,হরিপুর ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ”রুখবো দূর্নীতি,গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ, ও দূর্নীতর করাল গ্ৰাস, জাতির জন্য সর্বনাশ” শ্লোগানকে সামনে রেখে, দুর্নীতি প্রতিরোধ কমিটি, হরিপুর, ঠাকুরগাঁও এর আয়োজনেঃ উপজেলা চত্বরের সামনে মানববন্ধন শেষে হলরুমে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ সেলিম রেজা তালুকদার এর সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা ।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ জনাব মোঃ জিয়াউল হাসান মুকুল, চেয়ারম্যান উপজেলা পরিষদ ও আওয়ামী লীগ সভাপতি হরিপুর উপজেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আরিফুজ্জামান। আরও উপস্থিত ছিলেন হরিপুর থানা অফিসার ইনচার্জের পক্ষে তদন্ত অফিসার জনাব মোঃ শহীদুল ইসলাম শহীদ,জনাব এস এম আলমগীর,সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা , সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু নগেন কুমার পাল, মহিলা ভাইস-চেয়ারম্যান মোতাহারা পারভীন সুমি, জনাব মোঃ দেলোয়ার হোসেন মানিক,সাধারণ সম্পাদক,দূনীতি প্রতিরোধ কমিটি ,হরিপুর-ঠাকুরগাঁও, জনাব মোঃ আনোয়ার হোসেন সহ-সভাপতি,দূর্নীতি দমন প্রতিরোধ কমিটি, হরিপুর ঠাকুরগাঁও ।
এসময়ে আরোও উপস্থিত ছিলেন ২নং আমগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ হবিবর রহমান ও ৫নং হরিপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান, জনাব মোঃ রফিকুল ইসলাম, হরিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব মোঃ আব্দুর রশিদ ও হরিপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক জনাব মোঃ গোলাম রব্বানীসহ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এ ছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চেয়ারম্যান এর প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ ।
সভায় উপস্থিত বক্তৃতাগন বলেন,দুর্নীতি উন্নয়ন অন্তরায়, নৈতিক শিক্ষা নির্মূলের একমাত্র পথ।
দেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে হলে কিশোর অপরাধ বন্ধ করতে হবে। মাদক, সন্ত্রাস,জঙ্গী, উন্নয়নে প্রতিবন্ধকতা দূর করতে হবে। আসুন উন্নয়নের জন্য শপথ করি,দূর্নীতি, জঙ্গি, সন্ত্রাস, মাদক মুক্ত দেশ গড়ি।
সভাশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি মহোদয় সভার কাজ সমাপ্ত ঘোষণা করেন।