কত রূপে শোভিত এই পৃথিবী
নদী নালা খাল বিল
শোভাময় জল কেলি,
সকাল হতেই আমরা এখানে চোখ মেলি।
ফুলে ফলে ভরা
সবুজে সুজলা সুফলা বাগান,
হেমন্তে উঠে পাকা ধান।
সূর্য উদয় হতেই পাখিরা যায় উড়ে,
যেখানে যাই পায়
খায় ঠোঁট খুঁড়ে খুঁড়ে।
স্বাধীন চেতা পৃথিবীর মানুষ
কোথায় থেকে
কোথায় চলে যায়,
ভয় নাহি পায়।
গোলকধাঁধাঁর এই পৃথিবীটায়
কতো অসিমতা,
নিশ্বাস ছাড়ি আমরা যথাতথা
তবু কেন বলি রোজ
আমরা সুখে নাই?
সুখ আছে হাতের কাছেই গ্রহন কর তাই।।