নিজস্ব প্রতিবেদক।। চট্টগ্রাম-১০ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চুর বাসায় থাকছেন নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার। দুদিন ধরে এটি নিয়ে আলোচনা চলছে চট্টগ্রামজুড়ে।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও পোস্ট দিয়েছেন অনেকে। পোস্টে ওসির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের (ইসি) দৃষ্টি আকর্ষণ করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, নগরের পাঁচলাইশ থানার রহমান নগর এলাকার ৯ নম্বর রোডে ‘বিলড ম্যাক্স ফারিহা’ নামে ৯ তলা ভবনটির মালিক মহিউদ্দিন বাচ্চু। তিনি চট্টগ্রাম-১০ আসনের বর্তমান সংসদ সদস্য। এই ভবনের সপ্তম তলার একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকেন খুলশী থানার ওসি রুবেল হাওলাদার।
রুবেল হাওলাদারের দাবি, তিনি ওই ভবনে থাকেন না। বাসাটির নিরাপত্তাকর্মীরও দাবি ওসি আগে থাকতেন, এখন থাকেন না। তবে ভবনটির ভাড়ার বিজ্ঞাপনে দেওয়া একটি নম্বরে কল করা হলে ওসি রুবেল সেখানে থাকেন বলে জানানো হয়।
পুলিশ পরিদর্শক রুবেল হাওলাদার খুলশী থানায় যোগ দেন গত ২৩ আগস্ট।