1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
শনিবার, ১০ মে ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
আনিস কে বিয়ে করতে দিলো না পুলিশ দীর্ঘ ১৬ বছর পর তেঁতুলিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন।।  রঞ্জু সভাপতি শাহীন সম্পাদক নির্বাচিত ঘোড়ার ঘূর্ণি প্রশ্ন //  সাইফুল ইসলাম সরকার পীরগঞ্জ প্রেসক্লাবকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট : থানায় তিন সাংবাদিকের এজাহার ঠাকুরগাঁওয়ে জাকজমক আয়োজনে টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু ভবানীগঞ্জ সরকারি কলেজের ভূগোল বিভাগের প্রধানের বিদায় ও সংবর্ধনা  জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের প্রশাসনিক ও দাপ্তরিক কাজের মানোন্নয়ন লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন নলছিটিতে দিনব্যাপী কার্পজাতীয় মাছ চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত পলাশে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়

এমপি পুত্রের আচরণবিধি লঙ্ঘন : কারণ দর্শানোর নোটিশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৭৬ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি, কুষ্টিয়া।। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নৌকার পক্ষে ভোট চেয়েছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশাহর ছেলে শাইখ আল জাহান শুভ্র। আচরণবিধি লঙ্ঘন করায় কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। 

আইনজীবীর মাধ্যমে বুধবার (১৩ ডিসেম্বর) লিখিত উত্তর দিয়েছেন তিনি। নির্বাচনী অনুসন্ধান কমিটি সূত্র দৈনিক ঝড় কে  বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচনী অনুসন্ধান কমিটি সূত্রে জানা গেছে, গত রোববার (১০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশাহর ছেলে শাইখ আল জাহান শুভ্র নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নৌকায় ভোট চান। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে পথ সভায় রাস্তা করে দেয়ার কথা বলে নৌকায় ভোট চান তিনি। দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। শাইখ আল জাহান জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।  
নির্বাচন কমিশনের জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধির ১২ ধারায় বলা আছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত তিন সপ্তাহ সময়ের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। এর আগে ভোটের প্রচার চালানোর সুযোগ নেই। 
এ বিষয়ে শাইখ আল জাহান শুভ্র জানান, কারণ দর্শানো নোটিশ পেয়েছেন। ইতোমধ্যে জবাবও দেওয়া হয়েছে।


কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান কমিটির বিচার বিভাগীয় কর্মকর্তা এবং কুষ্টিয়া আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ মোহা. আসাফ-উদ-দৌলা বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নৌকায় ভোট চেয়েছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশাহর ছেলে শাইখ আল জাহান শুভ্র। বিধি অনুযায়ী, এখন কোনো প্রার্থী ভোট চাইতে পারবেন না। ভোট চাওয়ায় কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছিল। আইনজীবীর মাধ্যমে বুধবার জবাব দিয়েছে। আগামীকাল নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে। বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং