পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যানের গাড়ী চালক আবুল হোসেনের বিরুদ্ধে প্রধান শিক্ষককে মারপিটের অভিযোগ উঠেছে।ঘটনাটি বুধবার (১৩ ডিসেম্বর) সকালে আটোয়ারী উপজেলার রসেয়া দিনমাড়া এলাকায় ঘটে।ভুক্তভোগী রসেয়া দিনমাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আখতারুজ্জামান মিয়া।
জানা যায়,বুধবার ওই বিদ্যালয়ের কর্মচারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জন্য দিন ধার্য করেন কর্তৃপক্ষ।সেই উদ্দেশ্যে প্রধান শিক্ষক আখতারুজ্জামান মিয়া নিজ বাড়ি কাটালী এলাকা থেকে মোটরসাইকেল যোগে তার প্রতিষ্ঠানের দিকে যাচ্ছিলেন রসেয়া দিনমাড়া এলাকায় পৌঁছালে রাস্তারোধ করে আবুল হোসেন,আব্বাসসহ কয়েকজন অতর্কিত হামলা করে টাকা,মোটরসাইকেল,কাগজপত্র নিয়ে নেয়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঠাকুরগাঁও সদর হাসপাতালে প্রেরণ করেন দায়িত্বরত মেডিকেল অফিসার।
ভুক্তভোগী প্রধান শিক্ষক আখতারুজ্জামান মিয়া জানান,প্রতিষ্ঠানে যাওয়ার পথে আবুল হোসেন,আব্বাসসহ কয়েকজন রাস্তারোধ করে গাছের ডাল দিয়ে অতর্কিত হামলা করে।পকেটে পনেতিন লাখ টাকা,মোটরসাইকেল নিয়োগ পরীক্ষার কাগজপত্র নিয়ে নেয়।
অভিযোগ অস্বীকার করে আবুল হোসেন বলেন,নিয়োগ বিষয়ে এলাকার লোকজন মারপিট করেছে শুনেছি।আর ওই লোকের চরিত্র ভাল না এর আগেও তিনি জুতার ঢিল পেয়েছে।আমি ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য। নিয়োগ নিয়ে মিটিং হয়ে সভাপতির ভাতিজা,প্রধান শিক্ষকের ভাগ্নি,আরেকজন সদস্যের ভাতিজা নিয়োগ দিবেন সিদ্ধান্ত হয়েছে।আমরা জমিদাতা ভাতিজার জন্য বলেছিলাম, প্রধান শিক্ষক ১৫ লাখ টাকা চেয়েছেন আমি ৫ লাখের কথা বলেছি।
আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.তৌহিদুল ইসলাম জানান,
সকাল বেলা গাড়ী বের করে আমাকে অফিসে দিয়ে গেছে।পরে কি হয়েছে বলতে পারবনা।তবে ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবুল হোসেন।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো.মুসা মিয়া জানান,আমরা জেনে গেছি।নিয়োগ পরীক্ষা নিয়ে ঘটনা।লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং