স্টাফ রিপোর্টার।। ডা. খালেদ তৌহিদ পুলককে সভাপতি মেহেদী হাসান খান বাবলাকে সাধারণ সম্পাদক করে"পঞ্চগড় জেলা দুর্নীতি প্রতিরোধ নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ১৭(ছ) ধারায় নির্ধারিত কার্যাবলী সম্পাদনের জন্য ১৭ (ট) এর বিধান অনুযায়ী দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয় থেকে গত ৫ ডিসেম্বর আগামী তিন বছরের জন্য "পঞ্চগড় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহসভাপতি ফেরদৌস আরা বেগম, মিজানুর রহমান সরকার বাবলু, সদস্য হিসেবে মির্জা সাদেকুল ইসলাম, মো. মাহমুদুল হক, প্রবীণ গণমাধ্যমকর্মী শহীদুল ইসলাম শহীদ, মো. মতিয়ার রহমান, আমিনুন্নাহার পিয়া, মোত্তাকিয়া আক্তার জাহান, শাহিনা পারভীন, এটিএম মাহামুদুল আক্তার মীম ও মো. আব্দুল আলীম।
কমিটি অনুমোদনের কাগজ পেয়ে সভাপতি ডা. খালেদ তৌহিদ পুলক ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান খান বাবলা বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে হবে। এজন্য দুর্নীতি প্রতিরোধে ঐক্যবদ্ধতার বিকল্প নেই। পরিবার, সমাজ ও জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়নের মাধ্যমে দুর্নীতি রোধ করতে হবে। আমরা দুর্নীতি বিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবো। স্কুলগুলোতে সততা সংঘ ও সততা স্টোরের কার্যক্রম জোরদার করতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে। আমরা শিগগিরই সবাইকে নিয়ে বসবো এবং কার্যক্রম গ্রহণ করবো। #
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং