ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃগাইবান্ধা সদরে পুলিশ লাইন রোডে সিএনজির ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হয়েছে।
১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ লাইন রোডে সদর থানা পুলিশের গাড়ি চালক সুমন মিয়া (২৮) সিএনজির ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
নিহত পুলিশ সদস্য রংপুর জেলার পীরগাছা উপজেলার বাসিন্দা।
স্থানীয় সুত্রে জানা যায়, প্রতিদিনের মতো সুমন মিয়া পুলিশ লাইন সংলগ্ন বোর্ড বাজারে ভাড়া বাসা থেকে মোটরসাইকেল যোগে অফিসে যাওয়ার পথে সিএনজির ধাক্কায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়। পরে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন, প্রতিদিনের মতো অফিসের দায়িত্ব পালনের জন্য আসতে ধরে সিএনজির ধাক্কায় নিহত হয় পুলিশ সদস্য সুমন মিয়া। তার এই মর্মান্তিক মৃত্যুতে আমরা পুলিশ গভীর ভাবে পরিবার শোকাহত।#