ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে ঠাকুরগাঁও কর্নেট সাংস্কৃতিক সংসদ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর ) বিকেল ৪ টায় ঠাকুরগাঁও সদর উপজেলা আমাদের বাজারের ২য় তলায় সংগঠনের কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
কর্নেট সাংস্কৃতিক সংসদ এর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রবাল চৌধুরী’ র সঞ্চালনায় সংগঠনের সহ- সভাপতি অধ্যক্ষ শামিম ফেরদৌস টগর এর সভাপতিত্বে আলোচনায় উপস্থিত ছিলেন,
বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্রনাথ সরকার, বীর মুক্তিযোদ্ধা সুবোধ চন্দ্র,এপিপি এ্যডঃ মিজানুর রহমান মিজান,কারুপণ্য উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক চন্দনা ঘোষ, চ্যানেল২৪ এর ঠাকুরগাঁও প্রতিনিধি ফাতেমাতু ছোগরা,খোলা কাগজের প্রতি নিধি হাসান বাপ্পি, সাংবাদিক রাফিক সরকার ও সাংবাদিক জাহিরুল ইসলাম রনি সহ নতুন প্রজন্মের শিশু’রা।
আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে তুলে ধরে আলোচকরা, শহীদদের প্রতি শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য কর্নেট সাংস্কৃতিক সংসদ ঠাকুরগাঁও জেলা র একটি ঐতিহ্য বাহী সাংস্কৃতিক সংগঠন, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস, লোকজ ও আমাদের নিজস্ব সংস্কৃতিকে পৌঁছে দিতে নিরলস ভাবে কাজ করে আসছে সংগঠন’টি।