স্টাফ রিপোর্টার।। পঞ্চগড় সরকারি মহিলা কলেজে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা ক্রীড়া অফিস ওই প্রতিযোগিতার আয়োজন করে। সকালে কলেজ ক্যম্পাসে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেলওয়ার হোসেন প্রধান। সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতার নানা আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ নাজির হোসেন মিঞা, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার প্রমুখ। প্রতিযোগিতায় ১৬টি দলের ৬৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
এদের মধ্যে চ্যাম্পিয়ন হয় মহিলা কলেজ হোস্টেল দল। আর রানারআপ হয় মহিলা কলেজ বি এন সি সি দল। প্রতিযোগিতা শেষে সবার মধ্যে জার্সি ও পুরস্কার বিতরণ করা হয়। #
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং