হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে কৃষকের মাঝে জিংক সমৃদ্ধ ব্রি-৭৪, ব্রি-৮৪ ও ব্রি-১০০ জাতের ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে হরিপুর উপজেলার ৫নং হরিপুর সদর ইউনিয়ন ফেডারেশনের আয়োজনে, রিয়েক্টস-ইন (REACTS-IN) প্রোজেক্টের আওতাধীন হারভেস্ট প্লাস এর সহায়তায় এবং আরডিআরএস বাংলাদেশ সহযোগিতায় ১৫৬ জন কৃষকের মাঝে ৬৩৪ কেজি জিংক ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হোসেন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
আরডিআরএস এর টেকনিক্যাল অফিসার (কৃষি ও পরিবেশ) ফিরোজ বুলবুল, ফেডারেশনের সভাপতি মোজাম্মেল হক, কমিউনিটি মুবিলাইজার রবিনাথ চন্দ্র সহ কৃষকগন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান বলেন নিজে জিংক ধান চাষ করতে হবে এবং অন্যদের এই জিংক ধানের চাষাবাদ করার পরামর্শ দিতে হবে।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং