স্টাফ রিপোর্টার।। প্রতি মাসের বিক্রয় কর্মসূচির অংশ হিসেবে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ডিসেম্বর মাসের জন্য ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পন্য বিক্রি শুরু করেছে পঞ্চগড় পৌরসভা। পৌরসভার মেয়র জাকিয়া খাতুন শুক্রবার সকালে পৌরসভা চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
ডিসেম্বর মাসে টিসিবির কার্ডধারী একজন ক্রেতা সর্বোচ্চ প্রতি কেজি ১০০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল অথবা কুঁড়ার (রাইস ব্র্যান) তেল, ৩০ টাকা কেজিতে পাঁচ কেজি চাল, ৬০ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডালসহ ৪৭০ টাকার প্যাকেজে কিরতে পারছেন।
শুক্রবার সরকারি ছুটি ও সাপ্তাহিক বন্ধের দিনেও মেয়র উপস্থিত থেকে এসব পণ্য বিক্রয় কার্যক্রম তদারকি করেন। এ সময় তিনি বলেন, নিম্ন আয়ের পরিবারের কাছে পণ্য বিক্রি করে সংস্থাটি।
এই পরিবার কার্ডধারীরাই এখন স্মার্ট কার্ডের আওতায় আসবেন। পুরনো কার্ড জমা নিয়ে ফটোকপি কার্ডের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। স্মার্টকার্ড না পাওয়া পর্যন্ত এই কার্ডেই পণ্য কিনতে পারছেন। শিগগিরই স্মার্ট কার্ড প্রদান করা হবে। ফলে নিজে উপস্থিত থেকে ফটোকপি কার্ডটি যাচাই বাছাই করে পণ্য বিক্রয় করা হচ্ছে। সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেজন্যই অসুস্থ শরীরেও উপস্থিত থাকতে হয়েছে। প্রথম দিনেই পৌর এলাকার সাতশ জনের মাঝে এসব পণ্য বিক্রি করা হয়েছে।
কয়েকজন টিসিবি পণ্য ক্রেতা নারী ও পুরুষ জানান, মেয়র মহোদয়ের তদারকিতে টিসিবি পণ্য কিনতে কোন অসুবিধা হচ্ছে না।
পৌরসভার মেয়র ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় গরীব-দুঃখী ও মেহনতি মানুষের কথা চিন্তা করেছিলেন। তাদের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেভাবেই দেশ চালাচ্ছেন। বর্তমান সরকার নিন্মআয়ের মানুষ কীভাবে ভালো থাকবেন সেটি নিয়ে কাজ করছেন। গত ১৫ বছরে সরকার প্রত্যেকটি সেক্টর, প্রত্যেকটি ক্ষেত্রে সরকারি সুযোগ-সুবিধা দিয়ে আসছে। #